নাক, কান,গলা ও স্নায়ুঘটিত রোগের কারণ,লক্ষণ ও আনুষঙ্গিক চিকিৎসা | Nose, Ear, Throat and Neurological Diseases causes, symptoms

স্নায়ুঘটিত নাক, কান,গলার ও স্নায়ুঘটিত রোগ  কারণ,লক্ষণ ও আনুষঙ্গিক চিকিৎসা
কর্ণমল (Wax in Ear)

কারণ :-ধুলো বালি পরে কানে শক্ত জমাট বাঁধে এবং প্রদাহ হয় বা বধিরতা সৃষ্টি করে 

লক্ষণ :-কান ভারি হয়ে থাকে। কানে কম শোনা যায়, কান ফরফর করে। অনেক সময় ক্ষতেরও সৃষ্টি করে।

চিকিৎসা :- Waxolve বা Soluwax প্রভৃতি Drop গুলি ব্যবহার করতে হবে। H,O, অর্থাৎ হাইড্রোজেন পার অক্সাইড দ্বারা কান পরিষ্কার করা চলে। বেশি অসুবিধা থাকলে ঈষদুষ্ণ গরম পানি Syriage-এ ভরে কান ওয়াশ করতে হয়।

আনুষঙ্গিক চিকিৎসা :-কানে সরিষার তেল ব্যবহার করা যায়। ধুলোমাটিতে কাজ করার সময় কানে তুলা রাখা ভালো

কর্ণপ্রদাহ (Otitis)

কারণ :-ঠান্ডা লাগা, পানি ঢোকা, রোগবীজাণুর আক্রমণ, কঠিন পালক দিয়ে খোঁচান, ফাঙ্গাসের ইনফেকশান প্রভৃতি থেকে বহিঃকর্ণ মধ্যকর্ণ এবং অন্তঃকর্ণ প্রসাহ হয়ে থাকে।

লক্ষণ :-কানে ব্যথা বা যন্ত্রণা, পুঁজ নির্গত হওয়া বা লাল তার ধারণ করা এবং কানে কম শোনা প্রভৃতি হয়। চুলকানী থাকলে ফাঙ্গাস ইনফেকশন বলে ধরা হয়।

আনুষঙ্গিক চিকিৎসা ঃ-কানে গরম সেঁক দেওয়া উপকারী। লাউ পাতার রস বা কচিকলাপাতার ভিতরের জমে থাকা পানি খুব উপকারী।

কর্ণব্রন (Furuncle of Meatus)

কারণ:-বীজ সংক্রামণের ফলের এই রোগ হয়।

লক্ষণ :-কানের ভিতর ছোট ছোট ব্রণ দেখা যায়। দপদপানি যন্ত্রণা,ব্রণফেটে পুঁজ রক্ত নির্গত হওয়া প্রভৃতি দেখা যায়।

তরুণ সর্দি (Common Cold)

কারণ :-ঠান্ডা লাগা, বৃষ্টিতে ভেজা এবং তার থেকে বীজাণুর আক্রমণ ঘটে তরুণ সর্দির সৃষ্টি হয়। আবার অ্যালার্জী থেকেও এই রোগের উৎপত্তি হয়।

লক্ষণ :-নাক চোখ দিয়ে পানি পড়া, গলায় জ্বালা, নাসিকায় প্রদাহ, গলায় টাটানি ব্যথা, মাথায় যন্ত্রণা, উষ্ণ শ্বাসপ্রশ্বাস হাঁচি, চক্ষুর লালাভ ভাব, অল্প কাশি ও জ্বর ভাব প্রভৃতি লক্ষ্য করা যায়।

আনুষঙ্গিক চিকিৎসা :-গরম পানীয়, সাগু, বার্লি, রুটি, মুড়ি, হরলিক্স প্রভৃতি খেতে দিতে হবে। ঠান্ডা লাগানো উচিত নয়।

Nose, Ear, Throat and Neurological Diseases causes, symptoms and related treatment

সাইনাসের প্রদাহ (Sinusitis)

কারণ :-ঠান্ডা লাগানো, রোদ্রে কাজ করার পর ঠান্ডা পানি খাওয়া, নাকের ক্ষত গিয়ে সাইনাসকে আক্রমণ করে কল

লক্ষণ :-প্রচন্ড মাদার যন্ত্রনা কিছুতেই কমে না। খুব গাঢ় সর্দি রক্তপাত হবারও ভয় থাকে।

আনুষঙ্গিক চিকিৎসা:- গরম পানিতে Tr. Benzoin স্টেম শোঁকালে কিছুটা যন্ত্রণার উপশম হয়। ঠাণ্ডা না লাগানো উচিত।

শ্বাসযন্ত্রের প্রদাহ (Pharyngitis)

কারণ :- সর্দির পুনঃ পুনঃ আক্রমণ, ঠাণ্ডা লাগা প্রভৃতি থেকে আক্রান্ত হয় এবং ইনফেকশন ঘটে । তার থেকেই প্রদাহ সৃষ্টি হয়।

লক্ষণ :-গলা সুড়সুড় করা, কাশি, গলায় টাটানি ব্যাথা, অল্প জ্বর, কফ উঠতে চায় না, শ্বাস কষ্ট হবার মত মনে হয়

আনুষঙ্গিক চিকিৎসা :-সব সময় গলায় মাফলার ব্যবহার করতে হবে। ঠান্ডা স্থানে বাস নিষিদ্ধ। ঝাল জাতীয় খাবার খাওয়া চলে না । মিছরির সরবৎ এবং তুলসীপাতার রস উপকারী।

স্বরযন্ত্র প্রদাহ (Laryngitis)

কারণ :-উচ্চস্বরে বক্তৃতা দান, বেশি ধূমপান, ঠান্ডা লাগানো প্রভৃতি থেকে ইহার উৎপত্তি। স্ট্যাফাইলোকক্কাস ও নিউমোকক্লাস জাতীয় বীজাণুর আক্রমণই ইহার প্রধান কারণ

লক্ষণ :-পলায় প্রচন্ড ব্যথা, কথা বলতে এবং খাবার খেতে কষ্ট, চটচটে শ্লেষ্মা জমে থাকা, গলায় খুসখুস করে কাশি হওয়া, গলায় সাইনাই আে পারে এবং শ্বাসকষ্ট প্রভৃতি ইহার লক্ষণ।

আনুষঙ্গিক চিকিৎসা :-Strepsils লজেন্স চুষলে কিছু উপশম হয়। কথা কম বলার চেষ্টা করতে হবে। ধূমপান নিষিদ্ধ।

তালুমূলপ্রদাহ (Tonsilitis)

কারণ :-ঠান্ডা লেগে বা চাপ পড়ে তালুমূলে গ্রস্থিতে বীজাণু ইনফেকশন ঘটে এবং তা ফুলে উঠে প্রদাহের সৃষ্টি করে

লক্ষণ :-প্রচন্ড জ্বর, গলায় ব্যথা, শ্বাসকষ্ট, খাবার গিলতে কষ্ট, স্বরভঙ্গ, টনসিলের বৃদ্ধি প্রভৃতি এর লক্ষণ।

আনুষঙ্গিক চিকিৎসা :-লবণ পানিতে কুলকুচি করা ভালো। গম পানিতে চায়ের পাতা দিয়ে গার্গল করা ভালো। ঠান্ডা লাগানো ভালো নয়। গরম সেঁক দেওয়া উপকারী। প্রোটিনজাতীয় তরল খাদ্য খেতে হবে।

স্নায়ুঘটিত পীড়ার কারণ,লক্ষণ ও আনুষঙ্গিক চিকিৎসা

Nose, Ear, Throat and Neurological Diseases,স্নায়ুঘটিত নাক, কান,গলার ও স্নায়ুঘটিত রোগ  কারণ,লক্ষণ ও আনুষঙ্গিক চিকিৎসা

আধকপালে (Migraine)

কারণ :-শরীরে Vitamin B. B এবং Bia এর অভাব, মাথায় লাগ সাইনাসের প্রদাহ প্রভৃতি থেকে এই রোগের সৃষ্টি হয়।

লক্ষণ :-মাথাধরা যে কোন একদিকে প্রচন্ড যন্ত্রণা হয়। যন্ত্রণা চলতে থাে সাথে মাথা ঘোরাও থাকতে পারে।

আনুষঙ্গিক চিকিৎসা:- রোগীকে সম্পূর্ণ বিশ্রামে এবং নির্জন জায়গায় রাখতে হবে। ঘুম যাতে ভালো হয় তার ব্যবস্থা করতে হবে।

মৃগী রোগ (Epilepsy)

কারণ :-বংশগতভাবেই বেশির ভাগ ক্ষেত্রে এই রোগের উৎপত্তি ঘটে। এছাড়া আঘাত লাগা, ভয় পাওয়া, মদ্যপান, মানসিক অবসন্নতা, সংক্রামক রোগে ভোগা প্রভৃতি কারণেও এই রোগ সৃষ্টি হতে পারে।

লক্ষণ :-মাথা ঘোরা, ঝাপসাদৃষ্টি, সর্বাঙ্গের ব্যথা ও কম্পন, কান ভোঁ ভোঁ করা, মাথা ঝিম ঝিম করা, ক্রন্দন, আঁতকে ওঠা, মুখে ফেনা ওঠা, শীতল চটচটে ঘাম, সম্পূর্ণরূপে চৈতন্যলোপ এই রোগের লক্ষণ।

আনুষঙ্গিক চিকিৎসা :-চামড়ার জুতার ঘ্রাণ লইলে শীর্ঘ চৈতন্যলাভ হয়। শীতল পানিতে স্নান, নিরামিষ ভোজন, লঘুপথ্য, নেশাসেবন, সাঁতার নিষিদ্ধ।

মস্তিষ্কের সমবরোধन (Cerebral Thrombosis)

কারণ: রক্তচাপ, হার্টের পেশির সংকোচন, পেটে বা অর্শের স্রাব বন্ধ হওয়া, অতিরিক্ত মদ্যপান প্রভৃতি থেকে শিরা ধমনীর মধ্যে রক্তচাপ প্রচন্ড বেড়ে গিয়ে জমাট বেঁধে যায় ফলে এই রোগের সৃষ্টি

লক্ষণ :-প্রচন্ড মাথার যন্ত্রণা, মূৰ্চ্ছা, মাথা ঘোরা, উচ্চ রক্তচাপ, নাক দিয়ে রক্তপাত হতে পারে, C. S. ফ্লুইড বৃদ্ধি পায়।

আনুষঙ্গিক চিকিৎসা :- রোগীকে হালকা খাদ্য খেতে দিতে হবে। আলো বাতাসপূর্ণ ঘরে এবং নিস্তব্ধ জায়গায় থাকা উপকারী।

পারকিনসনিজম্ (Parkinsonism)

কারণ :-এনকেফালাইটিস রোগের ভাইরাস, বিষাক্ত ঔষধ সেবন,সেরিব্রোভাসকুলার রোগ থেকে বেসাল গ্যাংলিয়া আক্রান্ত হয়ে এই রোগের সৃষ্টি হয়। 

লক্ষণ :-হাত বা পায়ের কাঁপন, খালধরা, পেশার বা সন্ধির কর্মক্ষমতা হ্রাস পাওয়া, পেশীর শিথিলতা প্রভৃতি সৃষ্টি হয়

আনুষঙ্গিক চিকিৎসা :- পূর্ণ বিশ্রাম নিতে হবে। ব্যায়াম ও ম্যাসেজ উপকারী। হরলিক্স, কমপ্লান, প্রোটিনেক্স প্রভৃতি খাওয়া চলবে।

বেলস পালসি (Bell's Palsy)

কারণ :-ঠান্ডা লাগা, কানে পানি ঢোকা প্রভৃতি থেকে Mastoid Gland বা Mastoid Canal-এ ইনফ্ল্যামেশন হয় এবং এই রোগ সৃষ্টি করে।

লক্ষণ :-চোখ ফোলা, যন্ত্রণা হওয়া, কানের যন্ত্রণা, চোয়াল গালফোলা, মুখ দিয়ে লালা ঝরা প্রভৃতি ।

আনুষঙ্গিক চিকিৎসা :-পুষ্টিকর খাবার খাওয়া, হালকা ব্যায়াম, প্রাতঃভ্রমণ উপকারী। ভিটামিন B-Complex জাতীয় টনিক খাওয়া চলবে।

মস্তিষ্ক-আবরণ ঝিল্লীপ্রদাহ (Meningitis)

কারণ :-মেনিঙ্গোকক্কাস নামক একপ্রকার বীজাণুর আক্রমণ, মস্তকে আঘাত, অন্য উদ্ভেদ জ্বরে উদ্ভেদ বসে যাইলে এই রোগ উৎপন্ন করে

লক্ষণ :-প্রবল জ্বর, ভুলবকা, একদৃষ্টে চেয়ে থাকা, চমকে ওঠা, জিহ্বার কম্পন, আক্ষেপ, ঘাড় আড়ষ্ট হওয়া, সংজ্ঞালোপ পাওয়া, নিদ্রাবস্থায় চিৎকার করে ওঠা এই রোগের লক্ষণসমূহ।

আনুষঙ্গিক চিকিৎসা :-প্রয়োজনবোধে রোগীর মাথায় বরফ দিতে হবে। দুধ, কমপ্লান, হরলিক্স প্রভৃতি দেওয়া যাবে।



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Simple 10 Scenery Drawing Practice for Beginners step by step

Make Money Online: Unlocking Digital Opportunities