8 টি সাধারণ চোখের সমস্যা কারণ লক্ষণ ও আনুষঙ্গিক চিকিৎসা | Common Eye Diseases
চোখের রোগ (Diseases of Eyes)
চোখ ওঠা (Conjunctivitis)
কারণ : চোখে ধুলাবালি পড়া, ধোঁয়া লাগা, ভাইরাসের আক্রমণ প্রভৃতি থেকে এই রোগ হয়।
লক্ষণ :- জ্বালা করে, চক্ষু ফুলে লেপটে যায়।প্রদাহ, কুট কুট করে, পিঁচুটি পড়ে, শামি করে, আনো রোগ বৃদ্ধি পায়।
আনুষঙ্গিক চিকিৎসা :-পরিষ্কার পানিতে চোখ ধুয়ে ফেলা উচিত। পরিষ্কার করলে ইনফেকশন হবার ভয় থাকে না। রঙিন চশমা ব্যবহার করলে উপকার হয়। পুষ্টিকর খাবার খেতে হবে।
কর্ণিয়ার ক্ষত (Corneal Ulcer)
কারণ : চোখে ফসলের নানা ধাতব পদার্থের সুদ্ধি জন্য চুন বা সাবানের টুকরো প্রকৃতি ঢোকা বা আঘাত লাগা থেকে এই রোগ হয়।
লক্ষণ :- হয়, পানি করে, চোখ খোলা এবং ব য় অবস্থাতেই যন্ত্রণা শুরু হয়ে যায়, চোখের ভিতরের অংশ ঘোলাটে দেখায় ইত্যাদি।
আনুষঙ্গিক চিকিৎসা : যাতে না বেশি বাড় থেকে হবে।পরিষ্কার পানিতে চোখ মুখে ফেলা উচিত, তার পর সে বিষয়ে সাবধান হন।
ঝালা দৃষ্টি (Glaucoma)
কারণ : পৌষ্ঠিক তন্ত্রের গোলযোগ, অ্যানিমিয়া, ব্লাডসুগার, গ্রোসার যা চোখের রোগে ভুগতে ভুগতে চোখের ভিট্রিয়াস হিউমার গাঢ় হয়ে যায়
লক্ষণ :সময়ে সময়ে একেবারে অন্ধকার, আবার কখনো আলোর চতুর্দিকে লাগ বা নানাবর্ণ রঞ্জিত বৃত্তাকার বিচক্ষুরণ চোখে পড়ে। যন্ত্রণা হয় ।
আনুষঙ্গিক চিকিৎসা :-ভিটামিন জাতীয় খাদ্য খেতে হবে। বেশি ঔষধ উচিত নয়।
চোখের ছানি (Cataract)
কারণ: আঘাত লাগা বা বার্ধক্য হেতু এই রোগ হয়। ভিটামিনের অভাব এবং অপুষ্টি এর অন্যতম কারণ বলা যায়।
লক্ষণ :-তারকা মন্ডলে আঁশের ন্যায় একটি পর্দা পড়ে, দৃষ্টি শক্তি লোপ এগুলি যে কোন একচোখে বা উভয় চোখেই হতে পারে।
আনুষঙ্গিক চিকিৎসা :-টক খাদ্য বর্জনীয়, ভিটামিনযুক্ত খাদ্য খেতে হবে। ফলমূল খাওয়া ভালো। অপারেশনের পর চিকিৎসা প্রয়োজন হয়।
অঞ্জনী (Stye)
কারণ :- ঠান্ডা লাগা, স্নায়ুর রোগ, দুর্বলতা প্রভৃতি কারণে এই রোগ হয় ।
লক্ষণ :-চোখের নিচের বা উপরের পাতায় ফুকুড়ী হয়, যন্ত্রণা হয়, পরে পেকে ফেটে যায়।
আনুষঙ্গিক চিকিৎসা :-যে স্থানে হয় সেখানে গরম সেঁক দিলে উপকার হয়। বি এবং ঘিয়ে ভাজা খাওয়া ভালো।
রাতকানা (Keratomalaria)
কারণ :- ভিটামন A এর অভাব এই রোগের প্রধান কারণ
লক্ষণ :-রোগী নিনে ভালো দেখতে পায় কিন্তু সূর্যাস্তের পর আর দেখাতে পার
আনুষঙ্গিক চিকিৎসা :-ফলমূল, শাকসব্জি, দুধ, ডিম, মাছ, গাজর, খোবানি প্রভৃতি খাওয়া ভালো।
তারামন্ডল প্রদাহ (Iritis)
কারণ :-আঘাত লাগা, ঠান্ডা লাগা, বাতরোগে ভোগা, ভাইরাসের আক্রমণ, সিফিলিস রোগে ভোগা প্রভৃতি থেকে এই রোগ হয়।
লক্ষণ :-চোখ বন্ধ করতে কষ্ট হয়, প্রচন্ড টনটন করে। আলো বাতাস পড়লে পানি কাটে এবং জ্বালা করে। মাথার যন্ত্রণা হয়, দৃষ্টি কমে যায়।
আনুষঙ্গিক চিকিৎসা :-চোখ সর্বদা পরিষ্কার রাখতে হবে। প্রয়োজনে এর জন্য গোলাপ পানি ব্যবহার করা যাবে। পুষ্টিকর খাদ্য খেতে হবে।
চোখের পাতা নাচা (Nictitation)
কারণ :-স্নায়ুর গোলমাল, দুর্বলতা, অধিক পরিশ্রম, পেটে বায়ু সঞ্চয় মাথার স্নায়ু মন্ডলীর ক্রিয়ার ব্যঘাত প্রভৃতি কারণে এই রোগ হয়।
লক্ষণ : কখনো চোখের পাতায় অল্প কখনো বা বেশিকম্পন অনুভূত হয়। কখনো বা একটি কখনো বা দুটি চোখেই ঘটে থাকে। এটি একটি অশ্বস্তিকর রোগ।
আনুষঙ্গিক চিকিৎসা :- মানসিক দুশ্চিন্তা পরিত্যাগ করতে হবে। বিশ্রাম নেওয়া দরকার। হালকা ও পুষ্টিকর খাবার খেতে হবে। আবহাওয়া পরিবর্তন উপকারী।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন