শিশুদের ১১ টি রোগের কারণ লক্ষণ ও ঘরোয়া চিকিৎসা | 11 Diseases in Children Causes Symptoms and Home Remedies
শিশুরোগ (Diseases of Children) তড়কা (Convulsion) কারণ :- বীজাণু-দূষণ, জ্বরের সময় তাপমাত্রা বৃদ্ধি পাওয়া প্রভৃতি কারণে শিশুদের এই রোগ হয়। লক্ষণ :- 103F-104°F পর্যন্ত জ্বর উঠতে পারে, স্থিচনি হয়, ছটফট করে চোখ উল্টে যায়, দাঁতকপাটি লেগে যায়। আনুষঙ্গিক চিকিৎসা :- তাপমাত্রা বেশি থাকলে মাথায় ঠান্ডা পানি ঢালতে হবে এবং গরম পানিতে গামছা ভিজিয়ে গায়ে দিতে হবে। শিশু উদারময় (Infantile Diarrhoea) কারণ :- গুরুপাক দ্রব্য ভোজন, ক্রিমি জনিত, দাঁত ওঠা, ঠাণ্ডা লাগিয়া সর্দি কাশি হইলে, বীজাণুর আক্রমণ হইলে, লিভারের গোলযোগ স্তনদানকারীর ঐ সমস্ত রোগ থাকিলে শিশুদের এই রোগ হয়। লক্ষণ :- হজম হয় না, পেট ফাঁপে, শিশু সবসময় ঘ্যানঘ্যান করে। অসুগন্ধযুক্ত নানাবর্ণ বিশিষ্ট তরল মল নির্গত হয়। বমি হতে পারে কখনো বা দু" একদিন ভালো থেকে থেকে উদারময় হয়। আম থাকে। আনুষঙ্গিক চিকিৎসা :- সাগু, বারলি দিতে হবে। দিনে একবার ভাত দিতে হবে। দুধ খাওয়া বন্ধ থাকবে। স্তনদুগ্ধ চলবে। বিস্কুট এবং ছানা খাওয়ানো ভালো । lactodex baby food দেওয়া এবং অল্প মাত্রায় ফলের রস দেওয়া যাবে। শিশুদের পেটে যন্ত্রণা (Colic Infantile) কারণ...