ফল দিয়ে চিকিৎসা পদ্ধতি | Treatment Methods with Fruits
ধৈর্য সহকার ফল খাওয়ানোর চিকিৎসা করতে পারলে নিশ্চয়ই উপকার পাওয়া যাবে । এক সপ্তাহ ধরে পাকস্তলী ও অন্ত্রের মল জোলাপ খেয়ে পরিষ্কার করে নেএয়ার পর পাকা পেঁপে এবং পেয়ারা খাওয়া শুরু করুন । প্রতিদিন খাওয়া-দাওয়ার বিধি নিষেধ মানতে হবে যেমন যব ও বেসনের তৈরি রুটি এবং তার সঙ্গে কাঁচা পেঁপে ও পাকা পেঁপে দু'টিই খুবই বলদায়ক ও উপকারী । পেঁপে খাবার হজমও করায় এবং কোষ্ঠ পরিষ্কারও করে । কাঁচা পেঁপের দুধও খুব উপকারী । এক ফোঁটা কাঁচা পেঁপের দুধ প্রায় তিন শো গ্রেন স্টার্চ (শর্করা) হজম করায় । কমলালেবু, আম, আঙুর, ডালিম, জাম এই সব ফলের রস প্রতিদিন সকাল-বিকাল খাওয়া খুব দরকার । জামের রস তো এই অসুখে খুবই উপকারী। শীতকালে ডালিম, পেয়ারা, চিলগোজা (শুকনো ফল), বর্ষাকালে জাম খেলে উপকার পাওয়া যায় । জামের চিকিৎসা বর্ষাকালে জাম প্রচুর পাওয়া যায় । এই ফলের উপকারিতা সকলের হয়তো । জানা নেই এই ফলে প্রচুর আয়রন আছে । জামের বিচি শুকিয়ে মিহি পাউডারের মতো গুঁড়ো করে নেবেন । প্রতিদিন এই পাউডার অসুখের গুরুত্ব অনু্যায়ী তিন থেকে চার বার করে তিন গ্রাম ১/২ চা চামচের মতো মাত্রায় পানির সঙ্গে মিশিয়ে দশ থেকে পনেরো দিন খেলে অসুখ কমবে এবং রোগী...